লা লিগায় শীর্ষ দখলের লড়াই জমেছে বেশ। শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে শীর্ষ দখল করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার রাতে শীর্ষ ফিরে নিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি।
বার্সোলোনার হয়ে গোল চারটি করেছেন জেরার্ড মার্টিন, মার্ক কাসাদো, রোনাল্ড আরাউজো ও রবার্ট লেভান্ডোভস্কি। ২৬ রাউন্ড শেষে ১৮ জয়, তিন ড্র ও পাঁচ হারে বার্সার পয়েন্ট ৫৭। অ্যাটলেটিকো সমান ম্যাচে ১৬ জয়, ৮টি ড্র ও ২টি হারে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা রিয়ালের ২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র ও চার হারে ৫৪ পয়েন্ট।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ১৭ মিনিটে সোসিয়েদাদ পরিণত হয় দশ জনের দলে। দানি ওলমোকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদের আর্টিজ এলুস্টোন্ডো। ২৫ মিনিটে বার্সাকে লিড এনে দেন মার্টিন। ওলমোর পাস থেকে গোল আদায় করেন তিনি।
২৯ মিনিটে ব্যবধান বাড়ান মার্ক কাসাদো। ওলমোর নেয়া কর্নার কিক থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।
বিরতির পর নেমে বার্সাকে তৃতীয় গোল এনে দেন রোনাল্ড আরাউজো। বক্সের মাঝখান থেকে হেডে দারুণ গোল করেন। মিনেট চারেক পর চতুর্থ গোলটি করেন লেভান্ডোভস্কি। আরাউজোর পাস থেকে সোসিয়েদাদ জালে বল পাঠান। পরে ৪-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।









