অর্থনৈতিকভাবে নাজুক অবস্থায় থাকা বার্সার সুদিন ফিরতে শুরু করছে। চলতি দলবদলে ক্লাবটিতে বেশকিছু নতুন মুখ দেখে সেটা আঁচ করা যাচ্ছে। ফ্রি এজেন্ট হিসেবে ফ্রেঙ্ক কেসি এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে ন্যু ক্যাম্পে আনার পর ব্রাজিলিয়ান রাফিনহাকেও কেনা সম্ভব হচ্ছে। বায়ার্ন থেকে রবার্ট লেভান্ডোভস্কিকে বরণ করে নেয়ার অপেক্ষা শেষের পথে। নতুন খবর, আক্রমণের সাথে সামঞ্জস্য রেখে রক্ষণদুর্গ শক্তিশালী করতে চাইছেন জাভি। তাতে আরও খেলোয়াড়র কিনতে চলেছে বার্সা।
ডেনিশ তারকা ক্রিস্টেনসেন সামলাবেন বার্সার রক্ষণ। তবে আসছে মৌসুমে বার্সার সুদিন ফেরাতে মাঠের ফুটবলারের সাথে সাইড বেঞ্চও হওয়া চাই শক্তিশালী। বার্সাকে চেনাছন্দে ফিরিয়ে আনতে রক্ষণ নিয়ে আরও কাজ করতে চান সভাপতি হুয়ান লাপোর্তাও।
‘এখন আমরা প্রতিরক্ষা নিয়ে কাজ করতে যাচ্ছি। জাভি আমাদের খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করেছে এবং আশা করছি তারা বার্সা সমর্থকদের আনন্দ দিতে পারবে। লেভান্ডোভস্কিকে চুক্তি করাতে আমরা পিএসজি এবং চেলসির মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তবে সে সর্বোচ্চ চাপ সহ্য করেও এখানে আসতে চেয়েছিল, যার জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে।’
নতুন ফুটবলার আসার পর এখন অনেকটাই শক্তিশালী বার্সার আক্রমণভাগ। কেবল আক্রমণ করলে তো আর চলবে না, প্রতিপক্ষের পাল্টা আক্রমণের জবাবটাও হওয়া চাই জুতসই, তাতেই না দল হিসেবে মিলবে সাফল্য। সে ভাবনা থেকে জাভিকে একটি শক্তিশালী দল উপহার দিতে চান লাপোর্তা।
‘আমরা একটি প্রতিযোগিতামূলক দল বানাতে চাই। জাভিকে একটি ভালো দল তৈরির মতো খেলোয়াড় দিতে চাই এবং মনে করি আমরা সঠিক পথেই রয়েছি।’
নতুন করে লার্পোতার থেকে এমন কথা শোনার পর রক্ষণে চেলসির দুই মুখ মার্কোস আলোনসো ও সেজার আসপিলিকুয়েতাকে ন্যু ক্যাম্পে দেখছেন সমর্থকরা। অন্যদিকে হুলেস কৌন্ডেকে নিয়ে আগে থেকেই পরিকল্পনা করে আসছিলেন জাভি। এরইমধ্যে ফরাসি তারকা কৌন্ডেকে পেতে ৫৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হয়ে গেছে। মোনাকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাইও হেনরিকের দিকেও চোখ রাখছেন জাভি।








