মুক্তির চার সপ্তাহ পরেও ‘বার্বি’ নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকদের। সিনেমাটি শুধু যুক্তরাষ্ট্র থেকেই আয় করেছে ৫২৬.৩ মিলিয়ন ডলার। তুমুল সাফল্যের কারণে মারগট রবিও পাবেন বড় অংকের পারিশ্রমিক।
ভ্যারাইটির সূত্রে জানা গেছে ‘বার্বি’ তারকা মারগট রবি সিনেমার জন্য ৫০ মিলিয়ন ডলার পেতে চলেছেন। এর মাঝে তার পারিশ্রমিক ১২.৫ মিলিয়ন ডলার। বাকি অর্থ তিনি পাচ্ছেন বক্স-অফিস বোনাস হিসেবে। তবে গ্রেটা গারউইগ ও রায়ান গসলিং কতে পাবেন তা জানা যায়নি।
হলিউডের ইতিহাসে ‘বার্বি’ এখন ২০তম সিনেমা, যেটি স্থানীয় বাজারে ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। পুরো বিশ্বে ‘বার্বি’ এখন পর্যন্ত আয় করেছে ১ বিলিয়ন ডলার। এ সিনেমার মাধ্যমে এর পরিচালক গ্রেটা গারউইগ নারী নির্মাতা হিসাবে বিশ্বব্যাপী সর্বোচ্চ কালেকশনেও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন।
‘বার্বি’র গল্প সংক্ষেপ হলো, ইউটোপিয়ান বার্বিল্যান্ড থেকে বহিষ্কৃত হওয়ার পরে বারবি ও কেন বাস্তব পৃথিবীতে ঘুরে বেড়ায় আত্ম-আবিষ্কারের যাত্রায়। সেখানে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।
সূত্র: কইমই







