মারকাটারি অ্যাকশনে ভরপুর ছবি ‘শত্রু’। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনীত ছবিটি আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে প্রকাশিত হয়েছে ট্রেলার। মঙ্গলবার দুপুরে যা শেয়ার করে ঈদে সবাইকে এই ছবির পাশে থাকার আমন্ত্রণ জানালেন এই নায়ক।
তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায় এই ছবিটি পুলিশি অ্যাকশন ধাঁচের। আড়াই মিনিটের ট্রেলার জুড়ে দেখা যায়, পুলিশ অফিসার হয়ে শত্রু দমনে সবকিছু তছনছ করে দিচ্ছেন বাপ্পী।
এ ছবির মাধ্যমে পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা নিয়ে হাজির হলেন বাপ্পী। তার বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। আরও আছেন মিশা সওদাগর। ট্রেলার প্রকাশের পর বাপ্পীর ধুন্ধুমার মারামারি ও পুলিশ চরিত্র নজর কেড়েছে নেটিজনদের।
বাপ্পী বলছেন, তার শত্রু সিনেমা দেশ ও দশের আদর্শের কথা বলবে। ঈদে মুক্তি পাবে পাবে ‘শত্রু’। তিনি সবাইকে এ ছবির পাশে থাকার আহ্বান জানান।
ট্রেলারে অনেকটা রাফ এন্ড টাফ, মডার্ন চরিত্রে দেখা গেছে নায়িকা জাহারা মিতুকে। তিনি তার এই ছবিটি প্রসঙ্গে জানান, এবারের ঈদ হোক শত্রুময়।
ছবির পরিচালক সুমন ধর বলছেন, ইতোমধ্যে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদে মুক্তি পাবে এটা ৯৯ পারসেন্ট কনফার্ম! সন্ধ্যায় প্রযোজকের সঙ্গে মিটিং আছে। তারপর শতভাগ নিশ্চয়তা দিতে পারবো।








