জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তার পরিবার অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ভয়াবহ এক অগ্নিকাণ্ড থেকে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে তার বাসার নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটে।
ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন বাপ্পা, তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই কন্যাসন্তান। ইন্টারকমে সতর্কবার্তা পেয়ে বাসা ছাড়ার চেষ্টা করেন বাপ্পা। কিন্তু চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে।
“চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। আগুনের তাপ এসে মুখে লাগছিল। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, কী করব বুঝে উঠতে পারিনি,” — বলেন বাপ্পা মজুমদার।
এমন সংকটময় পরিস্থিতিতে গীতিকার শাহান কবন্ধ-এর সহযোগিতায় বাপ্পা ও তার পরিবার বাসা থেকে বের হতে সক্ষম হন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাপ্পা মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই এখন নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ—তাদের দ্রুত পদক্ষেপ না থাকলে কী যে হতো, ভাবতেই শিউরে উঠছি। একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’”
বাপ্পা মজুমদার দেশের সংগীতাঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় নাম। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ভক্ত ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে দোয়া ও শুভকামনা জানিয়েছেন তার পরিবারের জন্য।









