রণবীর সিংয়ের হাই–অকটেন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন— এই ছয়টি উপসাগরীয় দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে!
অঞ্চলটির সেন্সর বোর্ডগুলোর দাবি, সিনেমাটির ‘পাকিস্তানবিরোধী’ কাহিনি স্থানীয় ভূরাজনৈতিক সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ঐতিহ্যগতভাবে বলিউডের জন্য গুরুত্বপূর্ণ গালফ মার্কেটে সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে থামানো যাচ্ছে না ‘ধুরন্ধর’–কে। এমনকি অনেকে মনে করছেন, আরবের এইসব দেশে সিনেমাটি নিষিদ্ধ হওয়া খবরে ভারতে ‘ধুরন্ধর’ আরো বেশী দর্শককে আগ্রহী করে তুলেছে!
আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপালের মতো শক্তিশালী তারকারা। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ভারতে আয় করেছে ২০০ কোটির বেশি, আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৩০০ কোটি রুপি।
এই নিষেধাজ্ঞা নতুন করে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক পরিসরে, বিশেষ করে কূটনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলে, ভারতীয় ভূরাজনৈতিক থ্রিলারগুলোকে কীভাবে দেখা হয়। তবে আপাতত ভারতের দর্শক তাদের রায় স্পষ্ট করে দিয়েছেন ‘ধুরন্ধর’ নিঃসন্দেহে ব্লকবাস্টার।
ছয় দেশের নিষেধাজ্ঞাও থামাতে পারেনি সিনেমাটিকে। ভারতীয় বক্স অফিসে এখনো দাপটের সঙ্গেই এগিয়ে চলেছে ‘ধুরন্ধর’। টাইমস অব ইন্ডিয়া









