নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন: মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানা, শাহবাগ থানা ও ধানমণ্ডি থানায় একটি করে মামলা রয়েছে।
তিনি বলেন, মশিউরের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা রয়েছে।
মশিউর রহমানকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান নিউ মার্কেট থানার ওসি।









