বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় গত ২ এবং ৩ এপ্রিল সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক লুট এবং ম্যানেজারকে অপহরণের ঘটনায় এ পর্যন্ত ৮ মামলায় কেএনএফ এর ১৮ নারীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ৮ এপ্রিল সকাল থেকে রুমার বেথেলপাড়া, থানচি ও বান্দরবান সদরে অভিযান চালিয় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রোববার যৌথবাহিনীর অভিযানে ১ নারীসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়।
বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব,পুলিশ,আনসার ও এপিবিএন এর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সাঁজোয়া যান নিয়ে অভিযানে অংশ নেয়। চলমান অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যহত রয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর ১৮ নারী সদস্যসহ ৫৬ জনকে গ্রেপ্তার এবং যৌথ বাহিনীর চলমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।







