টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পেরিয়ে যাওয়া এবং মাঠে ১১ ম্যাচ গড়িয়ে যাওয়ার পর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘ডি’তে নিজেদের প্রথম ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ২০১৪’র চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সব ব্যর্থতা কাটিয়ে এবার তারা নতুন স্বপ্ন আর উদ্যম নিয়ে শুরু করতে চান।








