আইসিসির র্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে ৪ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ অবনতি হয়েছে লাল-সবুজদের। তাতে নয় থেকে দশে নেমে গেছে টিম টাইগার্স। বাংলাদেশের উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ। ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছে উইন্ডিজ। তবে টেস্ট ও টি-টুয়েন্টিতে আগের মতোই ৯ নম্বরে আছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের হালনাগাদে ২০২৪ সালের মে মাস থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার এবং ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপের ভরাডুবির প্রতিফলন দেখা গেল আইসিসির র্যাঙ্কিংয়ে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট দল। দারুণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছিল ভারত। রেটিং পয়েন্ট ১২২ থেকে বাড়িয়ে ১২৪ করে শীর্ষে রোহিত শর্মার দল। আর ১৫ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ওই টুর্নামেন্টের রানার্সআপ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা। অস্ট্রেলিয়া আছে তিনে।
এরপরের নামটাই শ্রীলঙ্কার। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় পাঁচ রেটিং পয়েন্ট এনে দিয়েছে লঙ্কানদের। শ্রীলঙ্কার এই উত্থানে পরের দুটি নাম পাকিস্তান ও সাউথ আফ্রিকা। প্রোটিয়ারা নিজেদের ফর্মের কারণে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে।
র্যাঙ্কিংয়ে উপরের দিকে চড়েছে আফগানিস্তানও। চার পয়েন্ট বাড়ার কারণে তারা সাতে আছে তারা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ পিছিয়ে নেমে গেছে আটে।









