মেয়েদের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার পর ফাইনালেও দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আম্পায়ার হিসেবে প্রথমবার এশিয়া কাপে প্রতিনিধিত্ব করেই টুর্নামেন্টের সবচেয়ে বড় দুটি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা নিয়ে ফিরবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার।
রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ফাইনাল। গত আসরের মতো শিরোপার লড়াই ভারত ও শ্রীলঙ্কার মাঝে। ডাম্বুলায় হবে ম্যাচটি।
সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। টিম টাইগ্রেস আসর থেকে ছিটকে গেলেও জেসি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আম্পায়ার হিসেবে। বিসিবি সূত্রে জানা গেছে এ খবর।









