Advertisements
সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরাইয়া বন্দরে পৌঁছেছে। জাহাজটির কিছুক্ষণের মধ্যেই মূল জেটিতে পৌঁছুনোর কথা রয়েছে। এমভি আব্দুল্লাহ ২৩ নাবিকসহ ১২ই মার্চ সোমালীয় জলদস্যদের কবলে পড়ার ৩১ দিন পরে মুক্তি পায়।








