সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আসাদুজ্জামান নামের একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০২৪ সালের হজ যাত্রায় এটিই প্রথম কোন বাংলাদেশির মৃত্যু।
আজ শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, গত বুধবার (১৫ মে) মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪।
হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন বলা হয়েছে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সর্বশেষ হিসেব অনুযায়ী, যতো জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৩ হাজার ৩৬৪ জন।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/05/Picsart_24-05-18_12-51-01-795-75x75.jpg)







