সৌদি সীমান্তরক্ষী বাহিনীর উপকূলীয় টহল দল আসির অঞ্চলের আল-কাহমাহতে একজন বাংলাদেশি প্রবাসীকে সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ অনুমতি ছাড়াই মাছ ধরছিলেন।
শুক্রবার (১১ জুলাই) সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
কতৃপক্ষ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছে অবৈধভাবে ধরা মাছ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সৌদি সীমান্তরক্ষী বাহিনী এলাকার সকল বাসিন্দা ও দর্শনার্থীদেরকে সামুদ্রিক নিরাপত্তা আইন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।
জনসাধারণকে পরিবেশ বা বন্যপ্রাণী সংক্রান্ত যেকোনো ধরনের সীমা লঙ্ঘনের তথ্য জানাতে উৎসাহিত করা হয়েছে। মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলের জন্য ৯১১ নম্বরে এবং অন্যান্য সকল অঞ্চলের জন্য ৯৯৪, ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। এক্ষেত্রে তথ্য দাতার সকল তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে।









