গত ২ জুন টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠলেও এখনও নামার অপেক্ষায় বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে আসর শুরু হতে চলেছে টিম টাইগার্সের। ‘গ্রুপ অব ডেথে’ অবস্থান বাংলাদেশের! ‘ডি’ গ্রুপে নাজমুল হোসেন শান্তদের অন্য প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। সুপার এইটে খেলতে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের জয় অপরিহার্য।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শান্তর দল। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের।
লঙ্কানদের বিপক্ষে তারকা পেসার শরিফুল ইসলামকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন তিনি। চোট না সারায় প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন। তবে আশার বিষয়, জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচে চোট পাওয়া তাসকিন আহমেদ ফিরতে পারেন এ ম্যাচ দিয়ে। মোস্তাফিজুর রহমান-তাসকিনের পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের।
ওপেনিংয়ে বাংলাদেশের দুর্ভাবনা বহুদিনের। ফর্মহীনতায় ভুগছেন লিটন কুমার দাস। সৌম্য সরকারও ধারাবাহিক নন। আশা জাগানিয়া পারফর্ম করছেন তরুণ তানজিদ হাসান তামিম। তার উপর ভরসা রাখবে দল। উদ্বোধনীতে তার সঙ্গী হতে পারেন সৌম্য সরকার।
তিনে নামা অধিনায়ক শান্তও নেই ফর্মে। বিশ্বআসর দিয়ে স্বরূপে ফিরতে চাইবেন তিনি। মিডলঅর্ডারে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ভরসার পাত্র হিসেবে। লোয়ার মিডলঅর্ডারে জাকের আলি অনিক দেখিয়েছেন নিজের যোগ্যতা। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশাপাশি শেখ মেহেদীও প্রভাব রাখবেন মাঠে। সবমিলিয়ে ভারসাম্য বজায় রেখে দল গঠন করার চেষ্টায় টিম টাইগার্স।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।








