চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজ টস জিতে ব্যাটিং নিলেই যেন দুর্দশা!

পিচ, কন্ডিশন এবং প্রতিপক্ষের সক্ষমতা বিচারে প্রথমে ব্যাটিং বা বোলিং পাল্টে দিতে পারে পুরো খেলার চেহারা। ক্রিকেটে টসের ভূমিকা নেহাত কম নয়! আজকের দিনের ম্যাচগুলোর খেরোখাতায় কাটাকুটি করলে মনে হবে প্রত্যেক অধিনায়কই যেন আগে বোলিং করতে চাইতেন! কিন্তু কেন?

রোববার ভিন্ন ভিন্ন ভেন্যুতে এই মুহূর্তে চলছে তিনটি আন্তর্জাতিক ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি খেলছে বাংলাদেশ, স্কটল্যান্ড ওয়ানডেতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের, কমনওয়েলথ গেমসে মেয়েদের ২০ ওভারের ক্রিকেটে পাকিস্তান মোকাবেলা করছে ভারত দলের। এই তিন ম্যাচের একটি ঘটনা অনেকটা অভিন্ন— শুরুতে ব্যাট করা দল অল্পরানেই হারিয়েছে ৫ উইকেট।

ক্রিকেটে অল্প রানে ৫ উইকেট হারানো খুব একটা মিরাকল বিষয় নয়, তবে একইদিনে ঘটলে একটা যোগসাজশ তো থাকেই— সেটি হল টস। শুরুতে ব্যাটিং করা তিনটি দল আ টস জিতে ব্যাটিংয়ে নেমেছে। সেখানে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তানের মেয়েরা, সব দলই পড়েছে ব্যাটিং বিপর্যয়ে! যেন টস জিতে ব্যাটিং নেয়াই আজ কাল হয়ে দাঁড়িয়েছে!

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে জিম্বাবুয়ের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন মোসাদ্দেক হোসেন। টাইগার স্পিনারের তোপে প্রথম ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিক দল। রোডেশিয়ানরা ৩১ রানে হারায় শুরুর ৫ ব্যাটারকে, সবকটি উইকেট তুলে প্রথমবার ফাইফার পান মোসাদ্দেক। পরে সামলে নিলেও স্বাগতিকদের বড় সংগ্রহে বাধা ছিল শুরুর ধাক্কাই, তারা যেতে পারে ১৩৫ পর্যন্ত।

দিনের আরেক খেলায় একমাত্র ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরুই এনেছিল স্কটিশরা। কিন্তু জ্যাকব ডাফি-মিচেল ব্রেসওয়েলের তোপে ১০৭ রান তুলতে হারিয়ে ফেলে প্রথম ৫ উইকেট। অন্যদিকে, পাকিস্তানের মেয়েরা ধাক্কা সামলে উঠতে পারেননি। ৮০ রানে ৫ উইকেট হারানো দলটি বাকি উইকেটে যোগ করতে পারে আর কেবল ১৯ রান।

দিনটা যেন টস জিতে আগে ব্যাটিং নেয়াদের পক্ষে নয়!