সিলেট থেকে: বছরের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথ্য দিচ্ছে টিম টাইগার্স। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকাল দশটায় গড়াবে লড়াই। নতুন বছরটা জয় দিয়েই শুরু করতে চান নাজমুল হোসেন শান্তরা।
জিম্বাবুয়ের তুলনায় শক্তিমত্তায় কাগজে-কলমে বেশ এগিয়ে বাংলাদেশ। তবে টেস্টে দুদলের মুখোমুখি লড়াইয়ে কাছাকাছি পরিসংখ্যান। মোট ১৮ দেখায় ৮টিতে জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। আর ড্র হয়েছে তিনটি ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশ রোডেশিয়ানদের ৬ ম্যাচে হারিয়েছে, আর হেরেছে দুটিতে।
সিলেটে রোডেশিয়ানদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই নামবে বাংলাদেশ। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজদের মত অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি জাকের আলি, সাদমান হোসেন থাকবেন একাদশে। এছাড়া বল হাতে তাইজুল স্পিন বিভাগের অন্যতম ভরসা। পেস ইউনিটে হাসান মাহমুদ ও খালেদ আহমেদের পাশপাশি বাংলাদেশের আলোচিত পেসার নাহিদ রানা তো আছেনই।
অন্যদিকে বাংলাদেশকে সামলাতে হবে জিম্বাবুয়ের পেস আক্রমণের চ্যালেঞ্জ। সফরকারীদের একমাত্র বিশ্বমানের পেসার ব্লেসিং মুজারাবানির সঙ্গে আছেন আরেক দীর্ঘদেহী বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। নতুন বলে বাংলাদেশের ছন্দহীন ওপেনারদের কঠিন পরীক্ষা নেবেন তারা।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারেন, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, নায়াশা মায়াভো, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি।









