চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। মঙ্গলবার ১৫ সদস্যের শক্তিশালী দল দিয়েছে তারা। আছেন শন উইলিয়ামস, বেন কারেন। আছেন ক্রেইগ আরভিনের মতো তারকা ক্রিকেটার।
দুবছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া উইকেটরক্ষক-ব্যাটার তাফাদজাওয়া সিগাকে আবারও ডাকা হয়েছে। ফিরেছেন ওয়েলিংটন মাসাকাদজাও। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তারকা স্পিনার।
বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে ২০ এপ্রিল। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
জিম্বাবুয়ে টেস্ট দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।









