ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরা বাংলাদেশ দলের এবারের মিশন জিম্বাবুয়ে। সেখানে রয়েছে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ। তিন দিনের বিশ্রামের পরই ক্রিকেটারদের ধরতে হচ্ছে হারারের বিমান।
এবারও কয়েক গ্রুপে ভাগ হয়ে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, হাসান মাহমুদ যাচ্ছেন সবার আগে। সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাদের ফ্লাইট। তিন ক্রিকেটারের সঙ্গে যাবেন টাইগারদের নতুন ফিজিও ও লজিস্টিক ম্যানেজার নাফীস ইকবাল।
মঙ্গলবার মধ্যরাতে যাবেন টি-টুয়েন্টি দলের বাকি সদস্যরা। যারা শুধু ওয়ানডে খেলবেন তারা জিম্বাবুয়ে যাবেন ৩০ জুলাই রাতে।
৩০ জুলাই সিরিজের প্রথম টি-টুয়েন্টি। প্রথমবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। ৩১ জুলাই দ্বিতীয়, ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট পরের দুই ওয়ানডে খেলবে তামিম ইকবালের দল। সব খেলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।







