জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিষেক হল টাইগারদের বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। দীর্ঘ সময় পর একাদশে ফিরেছেন পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
খেলা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিজেদের ঝালিয়ে নেয়ার সেরা সুযোগ টাইগারদের।
প্রথম তিন ম্যাচে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মোস্তাফিজুর রহমানকে। শেষ দুই ম্যাচে দেখা যাবে দুই তারকাকে। সিরিজ খেলার জন্য আইপিএলের মাঝপথে দেশের ফিরেছেন মোস্তাফিজ। সাকিব খেলছেন ঘরোয়া লিগে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।









