সিলেট থেকে: মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট ও নাহিদ রানার গতিঝড়ে জিম্বাবুয়েকে তিনশোর আগে থামিয়েছে বাংলাদেশ। তৃতীয় সেশনের শুরুর দিকে গুটিয়ে যায় রোডেশিয়ানদের ইনিংসে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ওপেনিংয়ে ফের ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। সাদমান ইসলামের উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টিম টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে থামে। জবাবে ৮০.২ ওভার ব্যাট করে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৮২ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে নেমে দিনের খেলা শেষের আগে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটে নামবে লাল-সবুজরা।
দ্বিতীয় ইনিংসে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ব্লেসিং মুজারাবানিকে উইকেট উপহার দিয়ে আসেন। ৪ রান করেন এ ওপেনার। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। জয় ২৮ রানে এবং মুমিনুল ১৫ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানে সোমবার সকালে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে। প্রথম সেশনে নাহিদ রানা ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
দিনের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৮ রান করা বেন কারেনকে ফেরান নাহিদ। বাংলাদেশের দ্বিতীয় সাফল্যও এসেছে নাহিদের হাত ধরে। দলীয় ৮৮ রানে ব্রায়ান বেনেটকে জাকেরের ক্যাচ বানিয়ে ফেরান। ৫৭ রান করেন জিম্বাবুয়ে ওপেনার। এরপর নিক ওয়েলচকে বোল্ড করে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন হাসান।
৮৮ রানে তিন উইকেট হারানোর পর ৪১ রানের জুটি গড়েন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। মধ্যাহ্ন বিরতির কিছু আগে আরভিনকে ফেরান নাহিদ। জিম্বাবুয়ে অধিনায়ক করেন ৮ রান।
দলীয় ১৭৭ রানে ওয়েসলি মাধেভেরেকে ফেরান খালেদ আহমেদ। ২৪ রান করেন এ অলরাউন্ডার। ১৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। ৫৯ রান করা শন উইলিয়ামসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর দ্রুত আরও দুই ব্যাটারকে হারায় রোডেশিয়ানরা। নিয়াশা মায়াভো ৩৫ রান করে এবং ওয়েলিংটন মাসকাদজা ৬ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন।
২২৩ রানে ৮ উইকেট হারানোর পর নবম উইকেটে রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি ৩৬ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং করে মুজারাবানিকে ফেরান জাকের। ১৬ বলে ১৭ রান করেন তিনি। ভিক্টর নিয়াউচিকে ফিরিয়ে পঞ্চম শিকার ধরে জিম্বাবুয়েকে থামান মিরাজ।
বাংলাদেশ বোলারদের মধ্যে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নেন। নাহিদ রানা নিয়েছেন ৩ উইকেট। হাসান মাহমুদ ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।
এর আগে প্রথমদিনে প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ধস নামে টাইগারদের। ফিরে যান ৫ ব্যাটার। তৃতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট হারিয়ে ৬১ ওভারে ১৯১ রানে থামে বাংলাদেশ।









