চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের কাছে এভাবে টেস্ট হার। যেখানে গত চার বছরে ১০টি টেস্ট খেলে জয় দেখেনি তারা। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে বিষয়টা হজম একটু কঠিনই! শক্তিমত্তায় জিম্বাবুয়ের চেয়ে বেশ এগিয়ে টিম টাইগার্স। তবে সিলেটে সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে সফরকারীদের কাছে হেরে গেছে নাজমুল হাসান শান্তর দল। সমালোচনার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দলটি। আপাতত এসব বাদ দিয়ে বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে বললেন কোচ ফিল সিমন্স।
সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমন বললেন বাংলাদেশের ক্যারিবীয় কোচ।
‘অবশ্যই ধৈর্য ধরতে বলব আমি। বিশেষ করে বাংলাদেশের ভক্তদের। জানি সবার খেলার প্রতি প্যাশন, ভালোবাসা কত বেশি এখানে। সবাই চায় বাংলাদেশ আরও ভালো করুক। তবে অনুরোধ করব ধৈর্য ধরতে। আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজটা করে দিতে।’
এমন পারফরম্যান্সের কারণে মাঠের বাইরে অনেক সমালোচিত হচ্ছেন শান্ত-মুশফিকরা। এমনকি ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়েও প্রশ্ন উঠছে। সমর্থকদের পাশাপাশি বোর্ড পরিচালকরাও এমন পারফরম্যান্স নিয়ে হতাশ। এসব থেকে ক্রিকেটারদের দূরে রাখতে চেষ্টা করছেন বাংলাদেশ কোচ।
বলেছেন, ‘কোচ হিসেবে আমরা চেষ্টা করি তাদেরকে এসব ব্যাপার থেকে দূরে রাখতে। আমরা টেস্ট ম্যাচ খেলছি। সামনে ফাইনাল মিটিং আছে আমাদের। আমরা এখানেই মনোযোগ ধরে রাখতে চাইছি। এর বাইরে বেশিকিছু ভাবতে চাইছি না।’









