‘এ সিরিজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের খেলোয়াড়রা নতুন এক পদ্ধতিতে খেলা শুরু করবে। এ সিরিজে কিছু খেলোয়াড় আছে, সে সংখ্যাটা চার বা পাঁচের মতো, যারা ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে। আমার মনে হয় এ সিরিজ দিয়ে আমাদের প্রস্তুতি সঠিকভাবে শুরু হচ্ছে।’ ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন কথা বলেন। এদিকে প্রথম টি-টুয়েন্টিতে বিবর্ণ বাংলাদেশ দলকে দেখা গেছে। দ্বিতীয় ম্যাচে অবশ্য দিল্লিতে ঘুরে দাঁড়ানো মন্ত্র জপেছেন শান্ত।
ম্যাচের পর শান্তর কথা, ‘অবশ্যই, ঘুরে তো দাঁড়াতেই হবে। সে কাজটা আমাদেরই করতে হবে। কিন্তু সেটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। কীভাবে আমরা পরবর্তী ম্যাচটাতে ফিরে আসতে পারি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দায়িত্বটা প্রতিটি খেলোয়াড়কে নিতে হবে।’
‘আমি যে পদ্ধতির কথা বলেছিলাম, সেটাতে সাফল্য পেতে হলে শুরুটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ছয় ওভারে আমরা কীভাবে উইকেট না দিয়ে রান করব। অন্যথায়, পরে যারা ব্যাট করে তাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং হয়। এই জায়গাতে আমরা অনেকদিন যাবত ভুগছি। ওখানে যারা ব্যাটিং করে খুব ভালোভাবে তাদের দায়িত্ব নিতে হবে।’
বাংলাদেশকে অল্পরানে আটকাতে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। অভিষিক্ত ডানহাতি পেসার মায়াঙ্ক যাদব ক্যারিয়ারের প্রথম ওভারে মেডেন নিয়েছেন। অভিজ্ঞ বাংলাদেশি ব্যাটারদের কোনো রান নিতে দেননি দ্রুতগতির পেসার। বিপরীতে টাইগার টপঅর্ডার রান নিতে ভুগেছে, উইকেট ছুঁড়ে এসেছে।









