আগামী ১৭ অক্টোবর থেকে নেপালে গড়াতে চলেছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্যে ২৩ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্ট সামনে রেখে মঙ্গলবার সকালে কাঠমাণ্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগেরদিন দল ঘোষণা করেন কোচ পিটার জেমস বাটলার। ইংলিশ কোচের দলে এসেছে একাধিক পরিবর্তন।
সাফের দলে নতুন মুখ ৯ জন। প্রথমবার সাফে খেলতে চলেছেন ইয়ারজান, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, মিলি আক্তার ও শাহেদা আক্তার রিপা। গতবারের দল থেকে বাদ পড়েছেনে আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না, মার্জিয়া, সোহাগী কিসকু, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী, ইতি রানী ও সাথী বিশ্বাস।
২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের।
বাংলাদেশ দল
গোলরক্ষক: রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার।
ডিফেন্ডার: মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন নীলা, কোহাতি কিসকু।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, মুনকি আক্তার।
ফরোয়ার্ড: আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, শ্রীমতি কৃষ্ণা রানী সরকার, সাগরিকা।









