টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ শিরোপা জিতেছে বাংলাদেশ। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার গোলে স্বাগতিক নেপালকে ২-১এ হারিয়েছে সাবিনা খাতুনের দল। মেয়েদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
নেপালের কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের শিরোপা উঁচিয়ে ধরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাশরাফী। শিরোনামে জানান অভিনন্দন।
লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উত্তুঙ্গ উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ… অভিনন্দন বাংলার মেয়েদের।’
সাফজয়ী মেয়েদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবলের জন্য একটি জাদুকরি রাত, অভিনন্দন।’
বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে সাফজয়ী দল। সাবিনা-সানজিদাদের এবারও ছাদ খোলা বাসে বরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে বিমানবন্দর থেকে মেয়েদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেয়া হবে।









