প্রাথমিক দলে থাকা অভিজ্ঞ দুই ক্রিকেটার ফারজানা হক পিংকি ও লতা মণ্ডলকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই। জাতীয় দলে নতুন মুখ সাথি রাণী। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই অভিজ্ঞ জাহানারা আলম ও রুমানা আহমেদের ঠাঁই হয়নি প্রাথমিক দলেও। আরও দুই অভিজ্ঞকে রাখা হল মূল দলের বাইরে। টিকে গেছেন শুধু অফস্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন।
ভারত সিরিজে টিম টাইগ্রেসকে নেতৃত্ব দেবেন যথারীতি নিগার সুলতানা জ্যোতি। ডেপুটি থাকছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। জাতীয় দলে এতদিন সহ-অধিনায়ক হিসেবে কেউ ছিলেন না।
তিন পেসার ও পাঁচ স্বীকৃত স্পিনারকে নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯, ১১, ১৩ জুলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও মিরপুরে।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সাথি রাণী, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন হ্যাপি, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন।
স্ট্যান্ডবাই: ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, শারমিন আক্তার সুপ্তা, ফারিহা ইসলাম।







