প্রথম ইনিংসে বাজে ব্যাটিং করা বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে লড়ছে। সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দেয়া ৪৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান। আনঅফিসিয়াল টেস্টের চতুর্থ ও শেষদিনে স্বাগতিকদের প্রয়োজন ৪১৪ রান, হাতে ১০ উইকেট।
মাহমুদুল হাসান জয় ২৮ ও জাকির হাসান ১৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। তিন ম্যাচ সিরিজের শেষটিতে আগে ব্যাট করে ক্যারিবীয়রা তোলে ৪৪৫ রান। জবাবে ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
মুমিনুল হক, ইয়াসির আলিরা হতাশ করেন। আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজের আগে তারা প্রস্তুতির সুযোগ কাজে লাগাতে পারেননি প্রথম ইনিংসে।
২৪০ রানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ফলো-অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে। ৫ উইকেটে ২২০ রান তুলে ইনিংস ঘোষণা করে, সাইফ হাসানের দলকে বিশাল লক্ষ্য দেয়।







