এএইচএফ হকি কাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে জিতে গ্রুপসেরা হয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল দলটি। এবার গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০তে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় বুধবার বাংলাদেশকে ৩৮ মিনিট পর্যন্ত আটকে রাখে লঙ্কানরা। এরপরই সকল প্রতিরোধ ভেঙে একের পর এক গোল পেতে থাকে মামুনুর রশীদের দল।
লাল-সবুজদের হয়ে ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন রাকিবুল ইসলাম। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪৩ মিনিটে ফজলে রাব্বী আক্রমণ থেকে গোল পেলে স্কোরলাইন হয় ৩-০। ৪৯ মিনিটে আরশাদ হোসেবের চতুর্থ ও নাইম উদ্দিনের পেনাল্টি কর্নার থেকে পাওয়া পঞ্চম গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ ওমান বা চাইনিজ তাইপের মধ্যে বিজয়ী দলের সঙ্গে শুক্রবার লড়াইয়ে নামবে বাংলাদেশ।









