দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে। আগামী ১৬ জুন অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। তার আগে ১২ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। সেই দলে অভিষেকের অপেক্ষায় তিন নতুন ক্রিকেটার।
ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আগেই সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস। এবার ডাক পেয়েছেন টেস্ট দলে। বাঁহাতি স্পিনার হিসেবে দলে জায়গা হয়েছে গুগাকেশ মতির। পেসে গতি আনতে রাখা হয়েছে অ্যান্ডারসন ফিলিপকে।
মতি আগে টি-টুয়েন্টি খেললেও এবারই প্রথম টেস্ট দলে। অন্যদিকে ইংলিশদের বিপক্ষে স্কোয়াডে থাকলেও সুযোগ হয়নি ফিলিপের। বাংলাদেশের বিপক্ষেও রাখা হয়েছে তাকে।
অভিজ্ঞ বোলার কেমার রোচ চোটে থাকায় তাকে রাখা হয়নি। তবে এরমধ্যে চোট কাটিয়ে উঠলে ১৩তম সদস্য হিসেবে দলে জায়গা করে নেবেন তিনি। জেসন হোল্ডারকে দেওয়া হয়েছে বিশ্রাম। বাংলাদেশ সিরিজ পুরোটায় মিস করবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: (প্রথম ম্যাচ) ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, জোশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জেডেন সিলস ও ডেভন টমাস।








