টেস্ট সিরিজ সমতায় শেষ করার পর ওয়ানডে সিরিজে দারুণ লড়াইয়ের আশা ছিল। সাদা বলের সিরিজে নেমে অবশ্য প্রথম দুই ওয়ানডেতে পাত্তা পায়নি মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাতে নামছে টিম টাইগার্স। সফরকারীদের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। খেলা শুরু বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রথম ম্যাচে ৫ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে শাই হোপের স্বাগতিক উইন্ডিজ।
বাংলাদেশ দলে একমাত্র ধারাবাহিক পারফরম্যান্স অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। প্রথম ম্যাচে অপরাজিত ফিফটির পর দ্বিতীয় ম্যাচেও খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে ৬২ রান করেন ৩৮ বর্ষী তারকা। হোয়াইটওয়াশ এড়াতে তার কাছে বড় রান আশা বাংলাদেশের।
দ্বিতীয় ওয়ানডেতে অষ্টম উইকেটে টাইগারদের সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন রিয়াদ ও তানজিম সাকিব। ৯২ রানের জুটি ভাঙে মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৮৪ রানের জুটির রেকর্ড। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে জুটিটি গড়েছিলেন মিঠুন-সাইফউদ্দিন।
দ্বিতীয় ম্যাচ শেষে অবশ্য অধিনায়ক মিরাজ ব্যাটারদের দোষ দেখেছিলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করিনি। ছিল না বড় কোনো জুটি। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছে, কিন্তু ভুলটা আমাদেরই (ব্যাটারদের)।’
মিরাজ সিরিজ হারার দিনে বলেছিলেন, ‘সিলসরা ভালোই বল করছিল। আমরা শুরুতে রান ওঠাতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল। প্রথম দশ ওভারে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার-রানা। এ উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’









