টানা চার ওয়ানডে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় তোলে বাংলাদেশ। টাইগারদের সামনে সিরিজ হারের ধারাবাহিকতা থেকে বের হওয়ার সুযোগ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশ অপরিবর্তিত রেখে নেমেছে স্বাগতিক দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দেড়টায়। একাদশে দ্বিতীয় ওয়ানডেতে খেলা চার স্পিনার ও এক পেসার নিয়েই নেমেছে টিম টাইগার্স। রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজের সঙ্গে খেলছেন নাসুম। একমাত্র পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিবীয়রাও একাদশে কোন পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিম অগাস্তে, আকিল হোসেইন।









