সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশ। শুক্রবার শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। কিংসটাউনের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় রোভম্যান পাওয়েলের দল।
[vc_row][vc_column]
১২.৫৫
বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলও। বলেছেন, বাংলাদেশ অসাধারণ খেলেছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৪৫
‘দেখে থাকবেন, আমরা টেস্ট এবং ওয়ানডেতে ভালো খেলেছি। দুর্ভাগ্যবশত, আমরা ম্যাচ জিততে পারিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৩৫
প্রথম ম্যাচে সেরার পুরস্কারের পর ধারাবাহিক ভালো বল করে সিরিজসেরার পুরস্কারও জিতে নিয়েছেন এ তারকা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.১০
সিরিজজুড়েই দারুণ খেলেছেন ডানহাতি ব্যাটার। ম্যাচ শেষে বলেছেন, বিশ্বকাপে ভালো খেলতে না পেরে এই সিরিজের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছিলেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৫৫
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৫০
সিরিজ সেরা শেখ মেহেদী
তিন ম্যাচে ৮ উইকেট এবং ৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ডানহাতি স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৪৮
সংক্ষিপ্ত স্কোর
টস- বাংলাদেশ, ৮০ রানে জয়ী বাংলাদেশ
বাংলাদেশ ১৮৯/৭
জাকের আলী- ৭২, পারভেজ হোসেন ইমন ৩৯, মেহেদী মিরাজ-২৯
রোমারিও শেফার্ড-২/৩০, রস্টন চেজ ১/১৫
ওয়েস্ট ইন্ডিজ
রোমারিও শেফার্ড-৩৩, জনসন চার্লস-২৩
রিশাদ হোসেন-৩/২১, শেখ মেহেদী- ২/১৩, তাসকিন আহমেদ-২/৩০
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৪৬
৮০ রানের জয়
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এবারই প্রথম হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শোধ টি-টুয়েন্টিতে নিল লিটন দাসের দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৩৫
বড় জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারানোর অপেক্ষায় বাংলাদেশ। ১০৫ রানে ৯ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.০৯
৪৮ বলে ১০৮ রানের কঠিন সমীকরণ ওয়েস্ট ইন্ডিজের সামনে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.০৩
বিশাল ছক্কায় বল হারালেন শেফার্ড। তানজিম সাকিবের বল উড়িয়ে মারেন মিড উইকেট দিয়ে। গ্যালারির ছাদ থেকে গড়িয়ে বল চলে যায় স্টেডিয়ামের বাইরে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.০০
খাদের কিনারায় ওয়েষ্ট ইন্ডিজ
৬০ রানে ৬ উইকেট নেই স্বাগতিকদের। সবশেষ সাজঘরে ফিরে গেছেন রোভম্যান পাওয়েল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৪২
পঞ্চাশের আগেই ৫ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ২৩ রান করা জনসন চার্লস রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৩৮
শুণ্য রানে ফিরলেন রস্টন চেজ। উইকেট নিলেন হাসান মাহমুদ। শেখ মেহেদীর দারুণ ক্যাচ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৩২
পুরানকে বোল্ড করে দিলেন মেহেদী
বাউন্ডারি হজম করার পরের বলেই নিকোলাস পুরানকে বোল্ড করে দিলেন শেখ মেহেদী। ৪৫ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার দুটিই নিয়েছেন টাইগার অফস্পিনার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.১২
২ ওভারে ২ উইকেট হারাল উইন্ডিজ। সাজঘরে ফিরে গেছেন জাস্টিন গ্রিভস। সাফল্য পেলেন শেখ মেহেদী হাসান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.০২
বৃষ্টিতে খেলায় সাময়িক বিরতি
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.০০
প্রথম ওভারেই ফিরলেন কিং
ব্রান্ডন কিং আরও একবার তাসকিন আহমেদের শিকার হলেন। ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হন ওয়েষ্ট ইন্ডিজ ওপেনার। আউট হন রানের খাতা খোলার আগেই।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৪৫
জাকের-বীরত্বে বাংলাদেশের বড় সংগ্রহ
ওয়েষ্ট ইন্ডিজকে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার মিশনে নামা বাংলাদেশ পেয়েছে ১৮৯ রানের বড় সংগ্রহ। ৪১ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাকের আলি অনিক। শেষ ওভারে ৩ ছক্কায় বাড়িয়ে নিয়েছেন দলের পুঁজি। মেহেদী হাসান মিরাজ ২৯ ও ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৩৯ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৪০
জাকের আলীর লড়াকু ফিফটি
৩৬ বলে ফিফটি করেছেন তরুণ ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৩২
২০ রানের ওভার
ম্যাককয়ের করা ১৮তম ওভার থেকে ২০ রান তুলেছে বাংলাদেশ
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.১৬
এবার রান আউট মেহেদী
কোনো বল না খেলেই সাজঘরে ফিরতে হলো শেখ মেহেদী হাসানকে। ৩ বলের ব্যবধানে দুই রান আউটে চাপে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.১০
রান আউট শামীম
জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন শামীম। ৪ বলে ২ রান আসে তার ব্যাটে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.০০
একশ পেরিয়ে বাংলাদেশ
১২.২ ওভারে ১০০ রানে পৌঁছেছে বাংলাদেশ। হারাতে হয়েছে ৩ উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৪০
৯ রান করে আউট তানজিদ
৯ বলে ৯ রান করে সাজঘরে ফিরে গেলেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি স্পিনার মোতির বলে পুল করতে গিয়ে ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে কিপারের হাতে জমা পড়ে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৩২
ঝড় তুলে আউট হলেন ইমন
পাওয়ার প্লে কাজে লাগিয়েছেন ইমন। আউট হয়েছেন ষষ্ঠ ওভারের শেষ বলে। বাঁহাতি ওপেনারের ২১ বলে ৩৯ রানের ইনিংসে বাংলাদেশ পেয়েছে ভালো সূচণা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.২৫
উইকেট বিলিয়ে এলেন লিটন
ওপেনিং জুটি ধরে ভালোই আগাচ্ছিল বাংলাদেশ। এক পাশ থেকে রান বাড়িয়ে নিচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। লিটন দাসের ওপর তাই চাপ ছিল না। পঞ্চম ওভারে শেফার্ডকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন। কিন্তু পরের দুটি বল ডট যেতেই এলোমেলো হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। ওভারের চতুর্থ বলে তুলে দিলেন ক্যাচ। ১৩ বলে তিনটি চারে ১৪ রান করে আউট হলেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.১৩
পাওয়ার-প্লে কাজে লাগাচ্ছে বাংলাদেশ
শুরুর ৩ ওভারে ২৮ রান তুলে নিয়েছে বাংলাদেশ। হারাতে হয়নি উইকেট। লিটন দাস ও পারভেজ হোসেন ইমন ছুঁয়েছেন দুই অঙ্ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৪৫
হোয়াইটওয়াশের মিশনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন লিটন দাস। সৌম্য সরকার চোটে থাকায় তার জায়গায় খেলছেন পারভেজ হোসেন ইমন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.০০
ইমার্জিং কাপে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ডাক পেয়েছিলেন ২১ বর্ষী রিপন মন্ডল।
[/vc_column_text][/vc_column][/vc_row]









