কিংসটাউনের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে লিটন দাসের দল।
[vc_row][vc_column]
১০.০১
এক ম্যাচ হাতে রেখে সিরিজ টাইগারদের
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৫৫
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৭ রানে জয়ী
টস- ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ- ১২৯/৭ (২০)
শামীম- ৩৫* (১৭), মিরাজ-২৬ (২৫), জাকের-২১ (২০)
গুডাকেশ মোতি-২/২৫, আকিল হোসেন-১/১৬
ওয়েস্ট ইন্ডিজ- ১০২/১০ (১৮.৩)
চেজ-৩২ (৩৪), আকিল-৩১ (৩১), চার্লস-১৪ (১২)
তাসকিন-৩/১৬, রিশাদ-২/১২, শেখ মেহেদী-২/২০, তানজিম সাকিব-২/২২
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৫৪
ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়ে সিরিজ বাংলাদেশের
১৯.৩ ওভারে আকিল হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ। ৩১ বলে ৩১ রান করেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ থামে ১০২ রানে। ২৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৫১
১২ বলে ৩২ লাগবে ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের ১ উইকেট
১৮ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৯ উইকেটে ৯৮ রান। জিততে শেষ দু’ওভারে করতে হবে ৩২ রান। আর বাংলাদেশের লাগবে ১ উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৪৭
তানজিমের দ্বিতীয় শিকার জোসেফ
১৭.২ ওভারে বাংলাদেশকে নবম শিকার এনে দিলেন তানজিম সাকিব। ফিরতি ক্যাচে ফেরান আলজারি জোসেফকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৪৫
জোড়া শিকারে স্বস্তি ফেরালেন রিশাদ
বাংলাদেশের জয়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন রোস্টন চেজ। ১৬.৪ ওভারে তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন রিশাদ। ৩৪ বলে ৩২ রান করে বোল্ড হয়ে ফিরে যান চেজ। পরের বলে লংঅনে শেখ মেহেদীর ক্যাচ বানিয়ে গুডাকেশ মোতিকে ফেরান। রিশাদ।
১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৮৯ রান। জিততে লাগবে ১৮ বলে ৪১ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.১০
১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪৪/৬
৬ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার শেষে ৬ ব্যাটারকে হারিয়ে ৪৬ রান তুলেছে তারা।
শেখ মেহেদী নিজের বোলিং স্পেল শেষ করেছেন ২ উইকেট নিয়ে। ৪ ওভার বল করে এক মেডেনও আদায় করেছেন। খরচ করেছেন ২০ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.০৪
শেইফার্ডকে ফেরালেন তানজিম
৮.৩ ওভারে তানজিম সাকিবের লেগস্টাম্পের ওপর করা ডেলিভারি পুল করতে চেয়েছিলেন শেইফার্ড। তবে গ্লাভসে লেগে বল উপরে উঠে যায়। স্লিপে থাকা তানজিদ তামিম বল লুপে নেন। ৪২ রানে ষষ্ঠ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.০১
রিভিউ নিয়ে বাঁচলেন চেজ
তানজিম সাকিবের বলে পরাস্ত হন রোস্টন চেজ। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন চেজ। পরে দেখা যায় স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে গেছে বল। জীবন পান চেজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৫৬
সাফল্য পেলেন হাসান, ফেরালেন পাওয়েলকে
৭.২ ওভারে হাসান মাহমুদের বল অন সাইডে খেলতে চান পাওয়েল। তবে ব্যাটের উপরের অংশে বল লেগে চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। সামনের দিকে লাফিয়ে পড়ে ক্যাচ লুপে নেন মেহেদী মিরাজ। ৭ বলে ৬ রান করেন ক্যারিবীয় অধিনায়ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৫১
চোট পেয়ে মাঠ ছাড়লেন সৌম্য
৬.৩ ওভারে তানজিম সাকিবের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে আউটসাইড এজ হয় রোভম্যান পাওয়েলের। স্লিপে থাকা সৌম্য সরকারের কাছে যায় বল। তবে সৌম্য আঙুলে লাগায় বল তালুবন্দি করতে ব্যর্থ হন। আঙুলে ভালোই আঘাত পেয়েছেন টাইগার ওপেনার। রক্ত বের হতেও দেখা গেছে। পরে ফিজিওর সাথে দ্রুত মাঠ ছাড়েন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৪৫
মেহেদীর দ্বিতীয় শিকার পুরান
নিজের আগের ওভারেই চার্লসকে ফিরিয়েছেন মেহেদী। তৃতয়ি ওভারে বলে এসে দ্বিতীয় সাফল্য তুলে নিলেন। ৫.৫ ওভারে অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে আউট সাইড এজের শিকার হন পুরান। ফার্স্ট স্লিপে থাকা সৌম্য বল তালুবন্দি করেন। ৮ বলে ৫ রান করেন পুরান।
একই সঙ্গে উইকেট মেডেন আদায় করেন মেহেদী। পাওয়ার প্লে শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ৩২ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৩৫
চার্লসকে ফেরালেন মেহেদী
৩.৪ ওভারে মেহেদীর বলে পরাস্ত হন জনসন চার্লস। লেগ বিফোরের আবেদন করেন বাংলাদেশি ফিল্ডাররা। আম্পায়ার সাড়া দেন। সাথে সাথেই রিভিউ নেন ক্যারিবীয় ব্যাটার। পরে দেখা যায় লেগস্টাম্পের উপরে লাগছে বল। আম্পায়ার্স কলে মাঠ ছাড়তে হয় ১২ বলে ১৪ রান করা চার্লসকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৩০
ফ্লেচারকেও ফেরালেন তাসকিন
কিং আউট হওয়ার পর আন্দ্রে ফ্লেচার ক্রিজে আসেন। তিন বল দেখে শুনেই পার করেন। চতুর্থ বলে আউটসাইড এজ হয় অফস্টাম্পের বাইরের ডেলিভারি। ডানদিকে লাফিয়ে বল গ্লাভসবন্দি করেন লিটন। ৪ বলে রানের খাতা খোলার আগেই ফেরেন ফ্লেচার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.২৫
এসেই সাফল্য এনে দিলেন তাসকিন
ঝড়ো শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দু’ওভারে ১৯ তোলে তারা। তৃতীয় ওভারে বলে এসে নিজের প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নিলেন তাসকিন আহমেদ। ৫ বলে ৮ রান করা ব্র্যান্ডন কিংকে লিটনের ক্যাচ বানিয়ে ফেরালেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.০৭
দুর্দান্ত শামীম, ১২৯ রানের সংগ্রহ পেল বাংলাদেশ
তানজিম সাকিবকে নিয়ে শেষ দু ওভারে ২৬ রান তুলেছেন শামীম হোসেন। তাতে ১২৯ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
টস- ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ= ১২৯/৭ (২০)
শামীম- ৩৫* (১৭), মিরাজ-২৬ (২৫), জাকের-২১ (২০)
গুডাকেশ মোতি-২/২৫, আকিল হোসেন-১/১৬
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.৫৩
বাংলাদেশের ১০০
১৭.৫ ওভারে ৭ উইকেটে শতরান পেরিয়েছে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.৪৬
জাকেরকে ফেরালেন ম্যককয়
ওবেদ ম্যাককয়েল হাফ ভলি বল উড়িয়ে মারেন জাকের। টাইমিং না হওয়ায় ব্যাটে ঠিকমতো লাগেনি। লং অনে ক্যাচ দিয়ে আউট হন। ২০ বলে ২১ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.৩৮
বোল্ড হয়ে ফিরলেন মেহেদী
১৫তম ওভারের দ্বিতীয় বলে মোতিকে সুইপ করতে গিয়ে বোল্ড মেহেদী। ১১ বলে ১১ রানে ফিরলেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.২৩
বৃষ্টি শেষে গড়াল খেলা
বৃষ্টিতে ২০ মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ থাকার পর গড়িয়েছে মাঠের লড়াই।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.০২
ফের বৃষ্টি
তৃতীয় ওভারের শেষে বৃষ্টি নেমেছিল আর্নোস ভ্যালে গ্রাউন্ডে। স্থায়ীত্ব বেশিক্ষণ ছিল না। খেলা শুরু হয় দ্রুতই। ১১.৫ ওভার শেষে ফের হানা দিয়েছে বৃষ্টি। পিচ ঢাকা হয়েছে কাভার দিয়ে। মাঠ ছেড়েছেন দুদলের খেলোয়াড় ও আম্পায়াররা।
বৃষ্টি নামার আগে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬২ রান। জাকের ৭ বলে ৯ রানে এবং শেখ মেহেদী ৩ বলে ৫ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.৫৮
রিশাদও ফিরলেন, বাংলাদেশ ১১ ওভার ৫২/৫
পঞ্চাশের আগে চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে কাউন্টার এনে দিতে আগেভাগেই ক্রিজে এসেছিলেন রিশাদ। চার মেরেই শুরু করেছিলেন। তবে তার স্থায়ীত্ব ছিল কেবল চার বল। ১১তম ওভারের শেষ বলে রিশাদকে বোল্ড করেন মোতি। ৫২ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপ আরও বাংলাদেশের। ৪ বলে ৫ রান করেন রিশাদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.৫২
এবার আর রক্ষা হল না, ফিরলেন মিরাজ
মারকুটে শুরু করেছিলেন মিরাজ। দুবার জীবনও পেয়েছেন এর আগে। তৃতীয়বার আর রক্ষা হল না। ১০ম ওভারের শেষ বলে জোসেফের ডেলিভারিতে পুল শট খেলেন মিরাজ। স্কয়ার লেগে বাউন্ডারি লাইনের বল তালুবন্দি করেন ব্র্যান্ডন কিং। ২৫ বলে ২৬ রান করেন মিরাজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.৪৪
রানআউট হয়ে ফিরলেন সৌম্য
৮.৪ ওভারে মোতির বল থার্ড ম্যানে পাঠিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন মিরাজ। টাইগার অলরাউন্ডার নন স্ট্রাইক প্রান্তে পৌঁছাতে পারলেও স্ট্রাইকে সৌম্য পৌঁছানোর আগে স্টাম্প ভেঙে দেন আন্দ্রে ফ্লেচার। ১৮ বলে ১১ রান করেন সৌম্য।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.৪১
৬ বলের মাথায় দ্বিতীয় জীবন মিরাজের
আগের ওভারেই জীবন পেয়েছিলেন মিরাজ। ৮.২ ওভারে দ্বিতীয়বার জীবন পেলেন টাইগার অলরাউন্ডার। গুডাকেশ মোতির বল অন সাইডে টেনে মারেন মিরাজ। ডিপমিড অনে জনসন চার্লস সুযোগ হাত ছাড়া করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.৩৮
জীবন পেলেন মিরাজ
৭.৩ ওভারে আলজারি জোসেফের বল উড়িয়ে মারতে যান মিরাজ। টপ এজ হয়ে বাতাসে ভাসতে থাকে বল। লংঅনে বল তালুবন্দি করতে ব্যর্থ হন ম্যাককয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.৩০
পাওয়ার প্লে শেষে বাংলাদেশ ২৯/২
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুতই হারিয়েছে দুই টপঅর্ডারের উইকেট। লিটনের পর ফিরে গেছেন তানজিদ। চাপে পড়া বাংলাদেশের হাল ধরেছেন মিরাজ ও সৌম্য। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯/২। মিরাজ ১৬ রানে এবং সৌম্য ৭ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.২১
তানজিদ এলেন আর গেলেন
লিটন ফেরার পর ক্রিজে আসেন তানজিদ তামিম। টিকতে পারেননি বেশিক্ষণ। ৩.৩ ওভারে রোস্টন চেজের ডেলিভারি মিস করে বসেন। বল আঘাত স্টাম্পে। ৪ বলে ২ রান করে বোল্ড হয়ে ফিরে গেলেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.১৭
হঠাৎ বৃষ্টি
তৃতীয় ওভার শেষেই বৃষ্টি হানা দিয়েছে। পিচ কাভারে ঢাকা হলেও বৃষ্টি থেমেছে দ্রুতই। ফের গড়িয়েছে খেলা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.১১
ওপেনিংয়ে ব্যর্থ লিটন, ফিরে গেলেন ৩ রানে
ছন্দে ফিরতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে ওপেনিংয়ে নেমেছিলেন লিটন দাস। তবে ব্যর্থ হয়েছেন। শুরু থেকেই আকিলের বল খেলতে ভুগছিলেন লিটন। তৃতীয় ওভারে তার তৃতীয় বল এগিয়ে গিয়ে খেলতে গিয়ে ব্যাটে পাননি লিটন। স্টাম্পিং হয়ে ফিরে গেছেন। ১০ বলে ৩ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৬.০১
ওপেনিংয়ে সৌম্যর সঙ্গী লিটন
ব্যাট হাতে ছন্দে নেই লিটন দাস। তিনে নেমে ব্যর্থ হচ্ছেন। এবার পরিবর্তন এনেছেন ব্যাটিং লাইনআপে। তানজিদ তামিমের পরিবর্তে ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৫.৫৭
সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টুয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করবে লিটন দাসের দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৫.৩৪
পরিবর্তন ছাড়াই নামছে উইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), গুডাকেশ মোতি, আকিল হোসেন, রোমারিও শেইফার্ড, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাককয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৫.৩৩
বাংলাদেশ দলে একটি পরিবর্তন
আফিফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক),মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৩৫
তানজিম সাকিবের পরিবর্তে সেন্ট ভিনসেন্টে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অভিষেক হতে পারে নাহিদ রানার
[/vc_column_text][/vc_column][/vc_row]









