মহান বিজয় দিবসে রুদ্ধশ্বাস জয় উপহার দিল বাংলাদেশ। কিংসটাউনের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে জমজমাট লড়াইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৭ রানের জয় পেয়েছে লিটন দাসের দল। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০ তে। ১৪৮ রানের লক্ষ্য দিয়ে ৬১ রানে ক্যারিবীয়দের ৭ উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। পরে রোভম্যান পাওয়েল একাই জমিয়ে তোলেন লড়াই। ৩৫ বলে ৬০ রানের ইনিংস উপহার দিলেও দলকে জেতাতে পারেননি। শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করেন হাসান মাহমুদ। ২ উইকেট তুলে নেয়ার পাশাপাশি ৭ রানের ব্যবধানও রাখেন।
[vc_row][vc_column]
১২.৩০
বাংলাদেশের এ জয়ে দলকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.০০
আমরা জানতাম আমাদের যে বোলার আছে তাদের নিয়ে এ স্কোরে আমরা লড়াই করতে পারব।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.০০
ব্যাটে বলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.০০
লিটনের অন্যরকম রেকর্ড
টি-টুয়েন্টিতে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ৫টি ডিসমিসালের রেকর্ড গড়েছেন এ সিরিজে অধিনায়ক হওয়া লিটন দাস। আগে সর্বোচ্চ ৩টির রেকর্ড ছিল মুশফিকুর রহিমের দখলে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৩৮
পাওয়েলকে ফিরিয়ে দিলেন হাসান। জয়ের দুয়ারে বাংলাদেশ। ১ উইকেট হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩ বলে ৯ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৩৫
শেষ ওভারের লড়াই, হাসান মাহমুদের ওভারে ১০ রানের প্রয়োজন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.২৫
শেফার্ড আউট
১৭ বলে ২০ রানের প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। তাসকিনের বলে সাজঘরে ফিরেছেন শেফার্ড। হাতে ২ উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.১৮
লড়াই জমিয়ে তুললেন পাওয়েল
তাসকিন আহমেদের করা ইনিংসের ১৫তম ওভারে ২৩ রান নিয়ে লড়াই জমিয়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান পাওয়েল মেরেছেন ৩টি ছক্কা। ৪৮ রানে অপরাজিত মারকুটে ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.০০
জয় দেখছে বাংলাদেশ
তানজিম সাকিবের পর রিশাদ হোসেন তুলে নিলেন উইকেট। ফেরালেন আকিল হোসেনকে। ১২তম ওভারে ৬১ রানে সপ্তম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৫৪
মোতিকে ফেরালেন তানজিম
ব্যাটের কানায় লেগে বল চলে যায় কিপার লিটন দাসের হাতে। ক্যারিবীয় ডেরায় ষষ্ঠ আঘাত হানলেন তানজিম হাসান সাকিব। গুদাকেশ মোতি ১০ বলে ৬ রান করে ফিরেছেন সাজঘরে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৫০
উইন্ডিজ: ১০ ওভারে ৫৭/৫
নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ মোটে ৫৭ রান। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ৯১ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৩২
৮ রানে মেহেদীর ৪ শিকার
দুর্দান্ত বোলিংয়ে মেহেদী হাসান ৪ উইকেট তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকরা ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.১২
২ রানে ২ উইকেট হারাল উইন্ডিজ
তাসকিনের পর আঘাত হানলেন মেহেদী। অফস্পিনের মুখে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন নিকোলাস পুরান। আউট হন ১ রান করে
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.০৮
কিংকে ফেরালেন তাসকিন
শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ওয়েষ্ট ইন্ডিজ ব্যাটারদের ওপর চাপ বাড়িয়ে যান হাসান মাহমুদ। পরের ওভারে তাসকিন আহমেদ বল হাতে নিয়েই পান সাফল্য। ফেরান ব্রান্ডন কিংকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.০০
আগে ব্যাট করা দলের পাল্লাই ভারী
এই ভেন্যুতে আন্তর্জাতিক টি-টুয়েন্টি হয়েছে সাতটি। যার ছয়টিতেই জিতেছে আগে ব্যাট করা দল। উইকেট মন্থর হওয়ায় হাই স্কোরিং ম্যাচ কমই হয় এখানে। পরে ব্যাট করা দল জিতেছে মোটে একবার। ভালো বোলিং করতে পারলে সুযোগ আছে বাংলাদেশের।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৫০
সৌম্য-জাকের-শামীম-মেহেদীর ব্যাটে লড়াইয়ের পুঁজি
ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সৌম্যর সরকার, জাকের আলীর পর শেষদিকে শামীম হোসেন ও মেহেদী হাসানের ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা পেয়েছে দেড়শর কাছাকাছি সংগ্রহ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৩২
শামীমের ছক্কায় শতরানে বাংলাদেশ
এক বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া শামীম হোসেন পাটোয়ারি দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়েছেন উইকেটের পেছন দিয়ে। শতরানে পৌঁছেছে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.২২
থামল সৌম্যর লড়াই
৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলে বোল্ড হলেন সৌম্য সরকার। বাংলাদেশের সংগ্রহ তখন ৯৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.১৫
২৭ বলে ২৭ করে ফিরলন জাকের
ছয় হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরলেন জাকের আলি। তার ব্যাট থেকে এসেছে ২৭ বলে ২৭ রান। মেরেছেন দুটি ছয়, একটি চার। সৌম্য সরকারের সঙ্গে জুটিতে এসেছে ৫৭ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.০৮
বল হারালেন জাকের
শেফার্ডের বলে স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা হাকালেন জাকের আলি অনিক। বল চলে গেল স্টেডিয়ামের বাইরে। সৌম্য সরকারের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে পঞ্চাশ রান এলো।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৫২
১০ ওভারে মোটে ৫৬ রান
রান তুলতে পারছে না বাংলাদেশ। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ মোটে ৫৬ রান। সৌম্য ২৬ ও জাকের ১২ রানে অপরাজিত আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৪০
পাওয়ার প্লে’তে বিবর্ণ বাংলাদেশ
৬ ওভারে মাত্র ৩২ রান তুলতে পেরেছে বাংলাদেশ। হারাতে হয়েছে ৩ উইকেট। পাওয়ার প্লে’র শেষ ওভারে রিভিউ নিয়ে বেঁচেছেন সৌম্য সরকার। রস্টন চেজের বল ব্যাকফুটে কাট করতে যান সৌম্য। ব্যাটে করতে না পারায় বল জমে কিপারের হাতে। আবেদনে সাড়া দেন আম্পায়ার। পরে রিভিউতে দেখা যায় বল ব্যাটে স্পর্শ করেনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৩৬
আবারও ব্যর্থ লিটন
ওযেস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর টি-টুয়েন্টিও শুরু করলেন ভক্তদের হতাশা উপহার দিয়ে। বাঁহাতি স্পিনার আকিল হোসেনের ভেতরের দিকে ঢুকতে থাকা বলে ব্যাট পেতে ফিরতে ক্যাচ উপহার দিলেন বোলারকে। গোল্ডেন ডাক তার নামের পাশে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.১৫
জোড়া উইকেট হারাল বাংলাদেশ
ইনিংসের তৃতীয় ওভারে বাঁহাতি স্পিনার আকিল হোসেন জাগালেন হ্যাটট্রিকের সম্ভাবনা। তানজিদ হাসান তামিমের পর ফেরান লিটন দাসকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৩৫
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দল একাদশ সাজিয়েছে তিন পেসার, দুই স্পিনার দিয়ে। এক বছর পর জাতীয় দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৪৯
সেন্ট ভিনসেন্টে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অভিষেক হতে পারে নাহিদ রানার
ক্যারিবীয় দ্বীপে প্রথম টি-টুয়েন্টিতে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.০৪
টেস্ট সিরিজে সমতায় শেষ করতে পারলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ। ওয়ানডের পর টি-টুয়েন্টিতে দায়িত্ব পড়েছে উইকেটকিপার ব্যাটার লিটন দাসের উপর। ১৬ ডিসেম্বর বিজয়ের সকালে নামার আগে সংবাদ মাধ্যমে কথা বলেছেন লিটন।
[/vc_column_text][/vc_column][/vc_row]









