ওয়ানডেতে ব্যাটিং ধস যেন নিয়মিত সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। টানা চার সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজদের ব্যাটিং পারফরম্যান্সও হতশ্রী। ব্যার্টিং ব্যর্থতায় দুইশ রান পেরোতেও বেগ পেতে হয়েছে টাইগারদের। শেষ দিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিওতে দুইশ পেরিয়ে থামে বাংলাদেশ। ঘরের মাঠে ক্যারিবীয়দের সামনে ২০৮ রানের লক্ষ্যও দাঁড় করেছে টিম টাইগার্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানে থামে টিম টাইগার্স।
স্বাগতিকদের ব্যাটে পাঠিয়ে শুরুতেই দুই উইকেট তুলে নেয় ক্যারিবীয় বোলাররা। দলীয় ৮ রানে ফিরে যান সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৭১ রান। ২২.১ ওভারে দলীয় ৭৯ রানে শান্ত ফিরে গেলে জুটি ভাঙে। ৬৩ বলে ৩২ রান করেন শান্ত।
পরে মিরাজ ও হৃদয় মিলে যোগ করেন ৩৬ রান। ৩৪.৪ ওভারে হৃদয় ফিরে যান ফিফটি করে। ৩ চারে ৯০ বলে ৫১ রান করেন হৃদয়। পঞ্চম উইকেট অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৪৩ রান তোলেন মিরাজ। দলীয় ১৫৮ রানে মিরাজ আউট হন। ২৭ বলে ১৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
১৬৫ রানে ষষ্ঠ উইকেট হারায় টিম টাইগার্স। মাহিদুল ফেরেন ৭৬ বলে ৪৬ রান করেন। ১৮২ রানে নুরুল হাসান সোহানের উইকেট হারায় লাল-সবুজের দল। ১০ বলে ৯ রান করেন।
পরে ঝড় তোলেন রিশাদ। ১ চার ও ২ ছক্কায় ১৩ বলে ২৬ রান করে আউট হন। ৪৯ তম ওভারে ১৯৮ রানে রিশাদের উইকেটের পাশাপাশি তাসকিনের উইকেটও হারায় বাংলাদেশ। পরে তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিলে দুইশ পার করেন। পরে ২০৭ রানে মোস্তাফিজ রানাআউট হলে ইনিংস থামে বাংলাদেশের। ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন তানভীর ইসলাম।
ক্যারিবীয় বোলারদের হয়ে জেডেন সিলস তিন উইকটে নেন। রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস নেন দুটি করে উইকেট।









