মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম তিন ম্যাচে জিতেছিল বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের মুখ দেখেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। ৩ উইকেট ও ২৪ বল হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে হেইলি ম্যাথুজের ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ হারলেও এখনও টেবিল টপার তারাই।
বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে টিম টাইগ্রেস। বাংলাদেশ দলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। উইন্ডিজের মিডিয়াম পেসার অ্যালিয়া অ্যালিন নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। চিনেল হেনরির ফিফরি, স্টেফানি টেইলরের ৩৬ ও ম্যাথুজের ৩৩ রানে ভর করে ৩ উইকেটের জয় তুলেছে উইন্ডিজরা।
ওয়েস্ট ইন্ডিজের হেনরি ৪৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে টেইলরের থেকে ৩৬, অধিনায়ক ম্যাথুজ করেন ৩৩ রান। চতুর্থ উইকেট জুটিতে টেইলর ও ম্যাথুজ ৬৬ রানের জুটি গড়েছিলেন। এরপর ষষ্ঠ উইকেটে হেনরি ও সাবিকা গজনবি ৫০ রানের আরেকটি জুটি গড়েছিলেন।
গজনবির বিদায়ে হেনরি ও অ্যালিয়া অ্যালিন ১৮ বলে ৩০ রানের আরেকটি জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের পেসার মারুফা আক্তারের ২টি উইকেটের পর জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন এবং রিতু মনি একটি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে কিছুটা পরিবর্তন আনে। ইসমাহ তানজিমের ধারাবাহিক ব্যর্থতায় ফারজানা হকের সাথে ব্যাট করতে আসেন ব্যাটার সোবহানা মোস্তারি। তবে সুবিধা করতে পারেননি এ ডানহাতি, আউট হন মাত্র ৬ রানে। তার আউটে ফারজানার সাথে দলের হাল ধরেন ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা।
শুরুতেই ঝড়ো ইনিংস খেলে ফিফটি তুলে নেন সুপ্তা। আসরে ডানহাতি ব্যাটারের এটি দ্বিতীয় ফিফটি এটি। ফারজানার সাথে সুপ্তা জুটি গড়েন শতরানের। দ্বিতীয় উইকেটে তাদের সেই ইনিংস থামে ১১৮ রানে, ৪২ করে অ্যালিনের বলে আউট হন ফারজানা। ফারজানার পর সুপ্তাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ওই অ্যালিনের বলে ৬৭ রানে সাজঘরে ফেরেন।
সুপ্তা-ফারজানার পর বাংলাদেশের আর কোনো ব্যাটার বড় কোনো জুটি গড়তে পারেননি। ফর্মে থাকা অধিনায়ক জ্যোতি করেন মাত্র ৫ রান। নবম উইকেটে নাহিদা আক্তার ও রাবেয়া খানের ৩২ বলে ৩১ রানের জুটিতে কোনোরকম ২০০ পার করে টাইগ্রেসরা। ২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন রাবেয়া।
উইন্ডিজের মিডিয়াম পেসার অ্যালিয়া অ্যালিন বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান, ৩০ বর্ষী এ পেসার একাই নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন অধিনায়ক হেইলি ম্যাথুজ ও আফি ফ্লেচার। হেনরি নেন বাকি উইকেটটি।
ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ১৯ এপ্রিল স্বাগতিকদের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।









