২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে হোয়াইটওয়াশ। এরপর গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে হার। সবশেষ আফগানিস্তান সিরিজে ভরাডুবি হয়েছে টাইগারদের। আফগানদের বিপক্ষে কোনো লড়াই জমাতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। ফলাফল ৩-০ তে আফগানদের কাছে হোয়াইটওয়াশ। টানা ৪ সিরিজ হারের গ্লানি নিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তবে মাঠের খেলার পারফরম্যান্সে ভাটা পড়েছে শের-ই-বাংলার গ্যালারিতেও।
শনিবার মিরপুর-শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। ঘরের মাঠে খেলা হলেও এদিন স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা। মূলত হতশ্রী পারফরম্যান্সের কারণেই মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রিকেট ভক্তরা।

এদিন দুপুর বারোটায় খোলা হয় স্টেডিয়ামের গেট। জনকয়েক দর্শকই টসের সময় গ্যালারিতে থাকেন। দিন বাড়ার সাথে অবশ্য কিছু দর্শক বেড়েছে। তবে তা খুব একটি বেশি নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সকল স্ট্যান্ড মিলিয়ে এক থেকে দেড় হাজারের মত দর্শক হবে মাঠে অবস্থান করছেন।
২৫ হাজারের বেশি ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে এত কম দর্শক অবশ্য মানানসই নয়। তবে আশা করা যাচ্ছে শেষ বেলায় মাঠে আরও কিছু দর্শকের দেখা মিলতে পারে।

বাংলাদেশে-ওয়েস্ট সিরিজের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। গত ১৫ অক্টোবর অনলাইনে টিকিট ছাড়ে বিসিবি। তবে আশানুরূপ টিকিট বিক্রি হয়নি। ম্যাচ চলাকালীন সময়ে ও বিসিবির ওয়েবসাইটে সব গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে।









