বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে তাই জয়েই বছর শেষ করতে চায় ক্যারিবীয় দল। বাংলাদেশের সঙ্গে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং একটি সিরিজ হবে, আশা স্বাগতিক কোচ আন্দ্রে কোলের।
অ্যান্টিগায় শুক্রবার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর।
নিজেদের মাটিতে দুই ম্যাচের সিরিজটি শেষে পাকিস্তান সফরে যাবে ক্যারিবীয় দল। তার আগে ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চায়। সিরিজ শুরুর আগেরদিন এমনই জানালেন দলটির কোচ কোলে।
৫০ বর্ষী কোলে বলেছেন, ‘সাউথ আফ্রিকা সিরিজের হতাশা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যে কারণে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আমাদের সামনে এখন সুযোগ দেখছি।’
‘বাংলাদেশের বিপক্ষে সবসময়ই রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং সিরিজ হয়ে থাকে। তাছাড়া পাকিস্তানে যাওয়ার আগে জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা আর চারটি টেস্ট খেলব। পাকিস্তানে যাওয়ার আগে মোমেন্টাম তুলে নিতে এই সিরিজে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।’









