ছেলেদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৫-এর বাছাই খেলা হবে ভিয়েতনামে। প্রতিযোগিতায় অংশ নিতে ২৩ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। নেতৃত্বে থাকছেন মিডফিল্ডার আশরাফুল হক আসিফ। ম্যানেজার, কোচসহ ৩১ সদস্যের দল বুধবার রাত ১১টা ১৫ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়বে।
দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে আসা মারুফুল হক। প্রতিযোগিতার সার্বিক বিষয় জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বুধবার সংবাদ সম্মেলন হয়। ৩০ সেপ্টেম্বর দলটি ঢাকায় ফিরে আসবে।
২৩ সদস্যের দল
গোলরক্ষক: ইসাহাক আকন্দ, সোহানুর রহমান, ইসমাইল হোসেন মাহিন।
ডিফেন্ডার: ইমরান খান, আজিজুল হক অনন্ত, শাকিল আহমেদ তপু, রাজিব হোসেন, পারভেজ আহমেদ, কামাচায় মারমা আকে, রাকিব হোসেন, গোলাম রাব্বি, সিরাজুল ইসলাম রানা।
মিডফিল্ডার: আসাদুল ইসলাম সাকিব, আশরাফুল হক আসিফ, ইফতিয়ার হোসাইন, আসাদুল মোল্লা, হোসাইন মোহাম্মদ আরিয়ান, রাজু আহমেদ জিসান।
ফরোয়ার্ড: ইফতিসাম রহমান জিদান, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মঈনুল ইসলাম মঈন, নাজিম উদ্দিন।









