ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয়ে ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করল যুবা টাইগাররা। আগে বোলিংয়ে নেমে মার্কিনীদের ভালোভাবে চেপে ধরেছিলেন ইকবাল হোসেন-আল ফাহাদরা। লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটারদের নৈপুণ্যে ৫১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের দলটি।
হারারেতে তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে উতক্রাশ সিবস্তভের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আজিজুল হাকিম তামিম। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে ৪১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
শুরুতে ইকবাল হোসেন ইমনের বলে আউট হন ওপেনার আমরিন্দার গিল, ১ রান করে। সাহিল গ্রাগ ৩৫, সিবস্তভ ৩৯, নিতিশ সুদিনি ১৭, অদিত কাপ্পা ১৬। অদনিত ঝাম্ব সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন, ৩ চার ও এক ছয়ে ৬৯ বলে।
টাইগারদের হয়ে ইমন ৩টি। আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ এবং রিজান হোসেন ২টি করে উইকেট নেন।
রানতাড়ায় ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার এবং রিফাত বেগ ৮৬ বলে ৭৮ রান যোগ করেন। জাওয়াদ ৪৭ এবং রিফাত ৩০ রান করে ফেরেন।
পরে কালাম সিদ্দিকীকে নিয়ে অধিনায়ক আজিজুল ১২৩ বলে ৮৮ রানের জুটি গড়েন। আজিজুল ২টি করে ছয় ও চারে ৮২ বলে ৬৪ করেন এবং কালাম অপরাজিত ৩০ রান করেন। শেষদিকে রিজান করেন অপরাজিত ২০ রান।
যুক্তরাষ্ট্রের হয়ে রিতভিক আপ্পিদি, সিবস্তভ এবং সাহিল একটি করে উইকেট নেন।







