ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনা অব্যাহত রেখেছে। দ্বিতীয় দিনের আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিকমবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুল্ক নিয়ে আরেক দফা বৈঠকের কথা রয়েছে। তিন দিনের এ আয়োজনের চূড়ান্ত আলোচনার সেশনটি হবে এটি।









