দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে ভারত ও স্বাগতিক আরব আমিরাতের ম্যাচে শুক্রবার মাঠে গড়িয়েছে ওয়ানডে ফরম্যাটের যুব এশিয়া কাপ। একই ভেন্যুতে শনিবার অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রতিযোগিতার ম্যাচগুলো সরাসরি দেখাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এর আগে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ-হংকং ম্যাচসহ বেশ কিছু খেলা ও টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করেছে আইস্ক্রিন।
আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে লাল-সবুজদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার আসরে অংশগ্রহণ করা ৮ দলের অধিনায়ক ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আসরে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’তে। বাংলাদেশের গ্রুপে থাকা বাকি দলগুলো হল- আফগানিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ মৌসুমে ভারতকে ৫৯ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল আজিজুল হাকিম তামিমের দল। দেশ ছাড়ার আগে তৃতীয় শিরোপা ঘরে তোলার আশা প্রকাশ করে গেছেন বাংলাদেশ অধিনায়ক।
‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। প্রতি গ্রুপের শীর্ষ দুদল যাবে সেমিফাইনালে। শেষে ফাইনাল। বাংলাদেশ সময় বেলা ১১টায় গড়াবে প্রতিটি ম্যাচ।









