সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পথে আগে ব্যাট করা বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না। ১৯৮ রানে থামার পরও বোলারদের উপর বিশ্বাস ছিল অধিনায়ক আজিজুল হক তামিমের। বোলাররা তার বিশ্বাসের প্রতিদানও দিয়েছেন।
ম্যাচশেষে শিরোপা জয়ের মঞ্চে আজিজুল জানিয়েছেন, ‘অল্পরানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম, আমাদের বোলাররা কী করতে পারে।’
শিরোপা জয়ের পর ভালো লাগার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি। আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ফাইনালে ব্যাটে খুব একটা আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। দুইশ’র আগে থেমেছিল। বল হাতে দারুণ করেছেন আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেন ইমনরা। দাপুটে বোলিংয়ে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল যুবা টিম টাইগার্স।
শিরোপা ধরে রাখার অভিযানে টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ১৯৮ রানে পুঁজি পায় আজিজুল হাকিম তামিমের দল। জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।









