পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শেষটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল লাল-সবুজের যুবা দল, দ্বিতীয়টি কুয়াশায় পরিত্যক্ত হয়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল আফগানিস্তান। শেষ ম্যাচে অধিনায়ক আজিজুল হাকিম হাল ধরেন, করেন ১১৮ বলে ১০০ রান, ৭ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংস। জয় তোলে যুবা টিম টাইগার্স, ওয়ানডে সিরিজ শেষ হয় ২-২ ড্রয়ে।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে যায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তো আফগান দলটি। রানতাড়ায় ৪৫.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান তে পৌঁছে যায় বাংলাদেশ, ২৫ বল হাতে রেখে জয়ে নোঙর করে।
ব্যাটে নেমে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারিয়ে বসে আফগানরা, ওপেনার খালিদ আহমেদজাই ৫ বলে ফেরেন। আরেক ওপেনার ওসমান সাদাত ৭ চারে ১০৬ বলে করেন ৬৮ রান। উজাইরুল্লাহ নিয়াজি ৬৮ বলে করেন ৩২ রান। মাহবুব খান ৫৯ বলে করেন ৪০ রান।
বাংলাদেশের হয়ে সামিউন বশীর নেন ২টি উইকেট। সাদ ইসলাম, সাহরিয়া আল-আমিন এবং সাহরিয়ার আহমেদ নেন একটি করে উইকেট।
জবাবে ২০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার আজিজুলের ব্যাটে সেঞ্চুরি আসলেও আরেক ওপেনার শাহরিয়ার আহমেদ ৫ বলে করে যান কেবল ৩ রান। কালাম সিদ্দিকি করেন ২৫ বলে ১৫ রান। রিজান হোসেন করেন ৩৪ বলে ২৭ রান। ফরিদ হাসান ৪৩ বলে ২৩ ও শাহরিয়ার আল-আমিন ২১ বলে করেন অপরাজিত ১৭ রান।
আফগান বোলারদের মধ্যে ওয়াহিদুল্লাহ জাদরান তুলে নেন ৪ উইকেট। সালাম খান এবং উজাইরুল্লাহ নিয়াজি নেন ২টি করে উইকেট।









