ভুটানে হতে চলা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ৩০ সদস্যের বাংলাদেশ দল শুক্রবার ভুটানের পথে রওনা হবে। তার আগে দলের সার্বিক অবস্থা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অধিনায়ক অর্পিতা বিশ্বাস জানালেন, ম্যাচ অনুযায়ী খেলে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ।
লিগ পদ্ধতির আসরে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল অংশ নেবে। আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। ২০ আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। খেলা হবে চাংলিমিথাং স্টেডিয়ামে।
আসরে অংশগ্রহণ নিয়ে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘আমরা আশা করছি অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দুই শ্রেণির খেলোয়াড় মিলে দল ভালো করবে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে সামনের দিকে এগোতে চাই। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’
হেড কোচ মাহবুবুর রহমান লিটু বললেন, ‘আমাদের মেয়েরা আপনাদের নিরাশ করবে না। সিনিয়র-জুনিয়র মিলে ভালো করবে দল।’
‘সাফ বা এএফসি আসরের জন্য নিয়ম একই থাকে, একদিন পর একদিন ম্যাচ হয়। এমন হলে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত হয়ে যায়। তবে নিয়ম আসলে সবার জন্য প্রযোজ্য, সেভাবেই আমাদের কাজ করতে হবে।’
পিটার বাটলার ও মাহবুবুর রহমান লিটুর অনুপস্থিতিতে আবুল হোসেন দলের দেখাশোনা করেছেন। তিনি বললেন, ‘বয়সভিত্তিক দলের দেখাশোনা করেছি আমি। এ পর্যায়কে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের আশা এই দল ভালো করবে।’
অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বললেন, ‘আমরা আপনাদের ভালো একটি আসর উপহার দিতে চাই। বয়সভিত্তিক দলে আমাদের পারফরম্যান্স বেশ ভালো। আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশবাসীর কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’









