সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২৩ আগস্ট) রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি বলে রোববার (২৪ আগস্ট) ঘোষণা করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। একই সাথে বাংলাদেশের আকাশেও চাঁদ দেখা যায়নি। এর ফলে চলতি হিজরি ১৪৪৭ সনের সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সোমবার (২৫ আগস্ট) থেকে ইসলামিক বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়াল শুরু হবে।
সংবাদমাধ্যম খালিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১২ রবিউল আউয়াল অর্থাৎ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতসহ বাংলাদেশেও নবীজির (সা.) জন্মদিন পালিত হবে।
এবার দুর্লভভাবে এ বছর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একই দিনে রবিউল আউয়াল মাস শুরু করছে না। সৌদিতে মাস শুরু হয়েছে রোববার (২৪ আগস্ট) থেকে, আর আমিরাতে শুরু হচ্ছে সোমবার (২৫ আগস্ট) থেকে।
রোববার (২৪ আগস্ট) রবিউল আউয়াল শুরু হওয়া দেশগুলো, ইরাক, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত,ফিলিস্তিন, মিসর, তিউনিসিয়া।
সোমবার (২৫ আগস্ট) রবিউল আউয়াল শুরু হওয়া দেশগুলো,ইন্দোনেশিয়া,মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া।
আমিরাতের জ্যোতির্বৈজ্ঞান কেন্দ্র জানিয়েছে, শনিবার আরব অঞ্চলে খালি চোখে, দূরবীন কিংবা অতি শক্তিশালী জ্যোতির্বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়েও চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে রোববার (২৪ আগস্ট) আরব বিশ্বের অধিকাংশ দেশেই খালি চোখে সহজে চাঁদ দেখা সম্ভব হয়েছে।
এর আগে শুক্রবার (২২ আগস্ট) আল-খাতিম জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের একটি দল ধুলোমাখা ও আংশিক মেঘলা আবহাওয়া সত্ত্বেও সফর মাসের শেষ চাঁদটির ছবি ধারণ করতে সক্ষম হয়।
রবিউল আউয়ালের চাঁদ দেখার বিষয়টি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসের ১২ তারিখে পালিত হয় হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন (ঈদে মিলাদুন্নবী), যা সংযুক্ত আরব আমিরাতসহ বহু দেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়।
সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সরকারি ছুটি হতে পারে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দেশটির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর ভিত্তি করে তৈরি। প্রতি মাসের ২৯ তারিখে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি বৈঠক করে এবং নতুন মাস শুরুর ঘোষণা দেয়।









