বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চতুর্থ শিরোপার আশা নিয়ে রোববার সেমিফাইনালে নামবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা ‘এ’ গ্রুপে নিজেদের সব ম্যাচ জিতে শীর্ষে থেকে সেমিতে উঠেছে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রুপের রানার্সআপ থাইল্যান্ডকে। থাই বাধা টপকালেই টানা চতুর্থ আসরে ফাইনালে পৌঁছে যাবে মিজান-আল আমিনদের দল।
মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও থাইল্যান্ড। খেলা শুরু বিকাল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
আরুদুজ্জামান মুন্সিরা গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপাল ব্যতীত অন্য প্রতিপক্ষকে খুব একটা পাত্তা দেয়নি। নেপাল শক্তিমত্তার জানান দিলেও বাংলাদেশের অভিজ্ঞতা ও শক্তির কাছে খুব একটা সুবিধা করতে পারেনি। পাঁচ ম্যাচের তিনটিতে সেরার পুরস্কার জিতে এপর্যন্ত আসরের সেরা খেলোয়াড় স্বাগতিক রেইডার মিজানুর রহমান।
চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো অংশ নেয়া সাউথ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করে বাংলাদেশ। কোরিয়াকে খুব একটা পাত্তা দেয়নি স্বাগতিকরা, ম্যাচেসেরা খেলোয়াড় হয়েছিলেন মিজানুর রহমান।
দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মালয়েশিয়ার বিপক্ষে ছয় লোনাসহ ৭৩-২২ পয়েন্ট ব্যবধানে জিতেছিল। ম্যাচে প্রাধান্য বিস্তার করেছিলেন আল-আমিন। জিতে নিয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।
গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকেও পাত্তা দেয়নি বাংলাদেশ। দ্বীপ দেশটি লাল-সবুজদের বিপক্ষে হেরেছিল ৫৯-১৯ পয়েন্ট ব্যবধানে। সেরার পুরস্কার জিতে নেন লেফট রেইডার মিজানুর রহমান।
আসরের চতুর্থ ম্যাচ ছিল ইউরোপের দেশ পোল্যান্ডের বিপক্ষে। শীতপ্রধান দেশটি খুব একটা সুবিধা করতে পারেনি, ৭৯-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় কাবাডি র্যাঙ্কিংয়ের পাঁচে থাকা বাংলাদেশ। অধিনায়ক মুন্সি ম্যাচসেরা হন।
গ্রুপপর্বের শেষ ম্যাচে চোখে চোখ রেখে প্রথমার্ধে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে নেপাল। পরে ৪৬-৩১ পয়েন্ট তুলে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিক দলটি। এদিনও ম্যাচসেরার পুরস্কার জেতেন মিজান।
এবারের বঙ্গবন্ধু কাপ কাবাডির জমকালো চতুর্থ আসরে অংশ নিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তিন মহাদেশের ১২ দল। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে কোর্টে খেলা গড়াচ্ছে। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিতে মুখোমুখির অপেক্ষায়, সোমবার ফাইনাল। ৩ জুন শিরোপার মঞ্চ দিয়ে আসরের পর্দা নামবে।









