থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। থাইদের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচে জিতেছে ৪২-২৭ পয়েন্টে। দুই ম্যাচ জিতে সেমিতে উঠে প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ইরানকে পেয়েছেন শ্রাবণী-বৃষ্টিরা।
বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায়, মানে কয়েকঘণ্টা পরই সাড়ে ৭টায় শক্তিশালী ইরান ও বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম সেমিতে ভারতের বিপক্ষে লড়বে নেপালের মেয়েরা।
সব ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিতে দলটি আগেই জায়গা করে নিয়েছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারত ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। আর ফিরতে পারেনি থাইল্যান্ড। ৪২-২৭ পয়েন্টে তাদের হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।
‘এ’ গ্রুপে চার দল হলেও ‘বি’ গ্রুপে খেলেছে তিন দল। ইরাক দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। স্বাগতিক ইরান ও নেপালের ম্যাচ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। বড় ব্যবধানে ইরান হারিয়েছে নেপালকে। ৪৭-১৪ পয়েন্টে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেছে ইরান। তাই সেমির ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইরান পেয়েছে ‘এ’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশকে। অন্য সেমিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ রানার্সআপ নেপালের।









