দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ পন্ড হয়েছে নেপালের সরকার বিরোধী বিক্ষোভের কারণে। তাতেই বাংলাদেশ দল নির্ধারিত সময়ের একদিন আগে দেশের ফিরে আসছে। লাল-সবুজের প্রতিনিধিরা মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফিরবেন।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নামার কথা ছিল বাংলাদেশ ও নেপালের। দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই ম্যাচটি বাতিল করতে হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম চ্যানেল আই অনলাইনকে সোমবার জানিয়েছিলেন, ‘মঙ্গলবার যে ফ্লাইটটি অ্যাভেইলেবল থাকবে, ওই ফ্লাইটেই খেলোয়াড়দের দেশে নিয়ে আসবো আমরা। বিষয়টা নিয়ে কাজ করছি আমরা, ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবে ওরা।’
নেপাল সরকারের বিপক্ষে অবস্থান নেয় দেশটির শিক্ষার্থীরা। তার জেরেই শুক্রবার থেকে দেশটিতে বন্ধ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। সোমবার দেশটির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এপর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া যায়।









