ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। সবশেষ নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা আটে খেলা নাগালে এনে ফেলেছে টিম টাইগার্স। গ্রুপপর্বে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেলে আর কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে ‘ডি’ গ্রুপে রানার্সআপ তথা ডি-২ হয়ে আটে যাবে বাংলাদেশ। শান্তর দল সেখানে যেতে পারলে, সুপার এইটে তাহলে কারা প্রতিপক্ষ হবে টাইগারদের? ঠিক হয়ে গেছে সেটিও।
আইসিসি বিশ্বকাপ শুরুর আগেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রতি গ্রুপের ১ ও ২ নম্বর দলের অবস্থান নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী গ্রুপ ‘এ’ থেকে ‘এ-১’ হবে ভারত, ‘এ-২’তে ঠিক করা আছে পাকিস্তানের নাম। গ্রুপ ‘বি’ থেকে ‘বি-১’ নির্ধারণ করা হয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এবং ‘বি-২’ ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য।
এভাবে গ্রুপ ‘সি’ থেকে ‘সি-১’ নিউজিল্যান্ড ও ‘সি-২’ ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘ডি’ তথা বাংলাদেশের গ্রুপে ‘ডি-১’ সাউথ আফ্রিকা ও ‘ডি-২’ স্থান নির্ধারণ করা আছে শ্রীলঙ্কার জন্য। যদি কোনো ক্ষেত্রে গ্রুপপর্বে নির্ধারিত দলগুলো সুপার এইটে যেতে না পারে, তখন ওই গ্রুপ থেকে অন্য যে দলটি সুপার পর্বে উঠবে, সেই দল স্থান নির্ধারণ হয়ে থাকা কোয়ালিফাই করতে না পারা দলের জন্য নির্ধারিত স্থানে বসবে।
‘ডি’ গ্রুপে পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে সাউথ আফ্রিকা। ৩ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬। এবং, আগে থেকেই তাদের জন্য নির্ধারিত স্থান আছে ‘ডি-১’। অন্যদিকে ৩ ম্যাচে দুই জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৪, অবস্থান দুইয়ে। তিনে আছে নেদারল্যান্ডস, ৩ ম্যাচে দুই হার ও এক জয়ে, পয়েন্ট ২। ২ ম্যাচে এক হার ও এক ড্র’তে নেপালের পয়েন্ট ১, টেবিলের ৪-এ আছে। সবার শেষে শ্রীলঙ্কা, ২ ম্যাচে দুই হার ও এক ড্র’তে পয়েন্ট ১। এবং এই লঙ্কানদের জন্য আগে থেকেই স্থান নির্ধারিত আছে ‘ডি-২’।
এখন যদি, ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে যেতে পারে বাংলাদেশ, এবং শ্রীলঙ্কা যেহেতু ইতিমধ্যেই ছিটকে গেছে, আর ডাচদের কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও তারা যদি যেতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এই গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছাবে ‘ডি-২’ হয়ে। তখন শ্রীলঙ্কার জন্য নির্ধারিত স্থানের দখল নেবে টিম টাইগার্স। যে অনুযায়ী বাংলাদেশ সুপার এইটে উঠলে ‘গ্রুপ-১’তে লড়বে।
সুপার এইটের ‘গ্রুপ-১’তে পড়ছে টি-টুয়েন্টি ক্রিকেটের পরাশক্তিগুলো। গ্রুপ ‘এ’ থেকে ‘এ-১’ ভারত, গ্রুপ ‘বি’ থেকে ‘বি-২’ অস্ট্রেলিয়া, গ্রুপ ‘সি’ থেকে ‘সি-২’ নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে না পারার জায়গায় আফগানিস্তান হবে সুপার এইটের ‘গ্রুপ-১’ সঙ্গী। যেখানে চার দল প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলবে।
তাতে সুপার এইটে গেলে বাংলাদেশের ম্যাচের প্রতিপক্ষ-সূচি হবে এমন-
২১ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)
২২ জুন: বাংলাদেশ-ভারত (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)
২৫ জুন: বাংলাদেশ-আফগানিস্তান (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)









